বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টলিউডের অনেক তারকাই নাম লিখিয়েছেন রাজনীতিতে। এবার সে তালিকায় যুক্ত হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নাম।

সোমবার (০১ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন টলিউডের এ মুহূর্তের আলোচিত এ অভিনেত্রী।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির পর্যক্ষেক কৈলাশ বিজয়বর্গী, সাংসদ স্বপনদাশ গুপ্তর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন এ অভিনেত্রী। এর আগে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা হিরণ, রুদ্রনীল ঘোষ, চিত্রনায়িকা পায়েল সরকার। ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, চিত্রনায়িকা কৌশানী মুখার্জি।

১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন শ্রাবন্তী। ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর প্রায় অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। টলিউডের পাশাপাশি ঢালিউডের সিনেমাতে অভিনয় করেছেন শ্রাবন্তী। অভিনয় ক্যারিয়ার শুরুর কয়েক বছর পরই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এ দম্পতির একমাত্র সন্তান অভিমান্যু চ্যাটার্জি (ঝিনুক)। অজানা কারণে ২০১৬ বিচ্ছেদ হয় তাদের। তারপর ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী।