বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক স্থির

নিজস্ব প্রতিবেদক : বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক স্থির ও ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সামরিক জাদুঘর।

বৃহস্পতিবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। এ সময় তিন বাহিনীর প্রধানরা, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামরিক জাদুঘরে শুরু হওয়া এ প্রদর্শনী আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীতে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন পর্যন্ত উল্লেখ্যযোগ্য ইতিহাসসম্বলিত ১২০টি স্থির ও ভিডিওচিত্র প্রদর্শিত হবে।

প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে বিজ্ঞপিতে জানানো হয়, প্রদর্শনীর মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে বিজয় মাসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সম্ভব হবে। এছাড়া প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসে আড়ম্বরপূর্ণভাবে সম্মিলিত কুচকাওয়াজের আয়োজন করা হবে।