বিটিআরসির গণশুনানি স্থগিত

বিশেষ প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত এবং স্থানীয় পর্যায়ে করোনার সংক্রমণরোধে আগামী ৩০ মার্চ পূর্বঘোষিত গণশুনানি স্থগিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৪ মার্চ) সংস্থার সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন জানান, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সিদ্ধান্তের আলোকে গণশুনানির পরবর্তী তারিখ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়া সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ এপ্রিল পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়।

বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত চারজনের মৃত্যু এবং ৩৯ জন আক্রান্ত বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।