বিপিএলে এবার আফ্রিকান ব্যাটসম্যান শ্রীলঙ্কার অলরাউন্ডার

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ব্যাটসম্যান রিলে রুশোকে। প্রথমবারের মতো খেলবেন শ্রীলঙ্কার অলরাউন্ডার আসেলা গুনারত্নও।

প্রোটিয়া ওপেনার রিলে রুশো খেলবেন খুলনা টাইটান্সের হয়ে। লঙ্কান গুনারত্নে খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। দুটি দল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

বিপিএলকে সামনে রেখে দলগুলোকে আগেই বিদেশী ক্রিকেটার দল নিতে শুরু করেছে। সবথেকে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন ও এভিন লুইসকে এরই দলে ভিড়িয়েছে দলটি।

অন্যদিকে খুলনা টাইটান্স দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার হার্ডহিটার ক্রিস লিনকে। পাকিস্তানের সরফরাজ খান, লেগ স্পিনার শাদাব খান ও পেসার জুনায়েদকেও দলে নিয়েছে গতবারের সেমিফাইনালিস্টরা। এছাড়া রাজশাহী কিংস ড্যারেন স্যামিকে দল রাখার বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের খেলা শুরু হবে আগামী ৪ নভেম্বর। ব্যাট-বলের জমজমাট এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২ নভেম্বর। আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট হবে আগামী ১৬ সেপ্টেম্বর।