বিপিএল পঞ্চম আসর শুরু হবে আগামী ৪ নভেম্বর

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে আগামী ৪ নভেম্বর। সাত দলের এ আসর মাঠে গড়ানোর অপেক্ষায়। শেষ মুহূর্তের প্রস্তুতি সাড়ছে আয়োজকরা। আজ বিপিএলের স্পন্সর ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের পঞ্চম আসরের স্পন্সর হয়েছে আবুল খায়ের গ্রুপ। পাওয়ার স্পন্সর শাহ সিমেন্ট। এবারের বিপিএল-এর নাম ‘একেএস বিপিএল টি-২০, পাওয়ার্ড বাই শাহ সিমেন্ট।’ সোমবার দুপুরে বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বিসিবি। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, আবুল খায়ের গ্রুপের পরিচালক (ব্রান্ড মার্কেন্টিং) নওশাদ করিম চৌধুরী। বিপিএলের চতুর্থ আসরেও স্পন্সর ছিল আবুল খায়ের গ্রুপ। এর আগে প্রথম আসরে স্পন্সর ছিল ডেসটিনি গ্রুপ। দ্বিতীয় আসরে স্পন্সর স্বত্ত্ব কিনে নেয় প্রাইম ব্যাংক। তৃতীয় আসরে স্পন্সর ছিল বিআরবি ক্যাবলস। প্রথমবারের মতো আবুল খায়ের গ্রুপ দুই আসরে স্পন্সর হল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে সাতটি দল অংশ নিবে। গতবারও খেলেছিল সাতটি দল। এবার দল বাড়লেও বরিশাল বুলসের আর্থিক সমস্যার কারণে তাদের বাদ রেখেই বিপিএল আয়োজন করছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। নতুন দল হিসেবে যোগ দিয়েছে সিলেট সিক্সার্স। অংশগ্রহণকারী সাতটি দল হচ্ছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। পঞ্চম আসরে তিনটি ভেন্যুতে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে বিপিএলের যাত্রা শুরু হবে। একই দিন রাতে খেলবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। এছাড়া ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বিপিএলের নিয়মিত ভেন্যু।