বিভিন্ন দাবিতে মিছিল-সমাবেশে মুখরিত জাতীয় প্রেসক্লাব এলাকা

নিজস্ব প্রতিবেদক : সোমবার সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল-সমাবেশ নিয়ে জাতীয় প্রেসক্লাব এলাকায় সমবেত হয়েছেন।

মহান মে দিবস উপলক্ষে শ্রমের ন্যায্য মূল্য, শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, কর্মঘণ্টা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মিছিল-সমাবেশে মুখরিত জাতীয় প্রেসক্লাব এলাকা।

পল্টন মোড় থেকে জাতীয় ঈদগাঁহের প্রধান গেট পর্যন্ত বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।

বাংলাদেশ লেবার ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, গ্রিন বাংলা গামের্ন্টস ওয়ার্কাস ফেড়ারেশন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ, নির্মাণ ও কাঠশিল্প শ্রমিক ফেড়ারেশন, প্রাইভেট কার ড্রাইভারস ইউনিয়ন, বাংলাদেশ পোশাক শিল্প ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল-সমাবেশ-মানববন্ধনের আয়োজন করে।

মিছিল-সমাবেশে শ্রমিক নেতারা চাকরির নিশ্চয়তা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

শ্রমিক নেতাদের মধ্যে মনজুরুল আহসান খান, প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, মানবাধিকার পার্টির চেয়ারম্যান আফরোজা বেগম হ্যাপী, শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।