বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে খুলে দেয়া হবে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ের সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, বিমানবন্দরের জন্য আরও ট্রলি আনা হচ্ছে। ফলে ট্রলি নিয়ে আর কোনো সংকট হবে না। বিমানবন্দরে যেন কোনো যাত্রী হয়রানির শিকার না হন, সেদিক সবাইকে সতর্ক থাকতে বলেছি। অতিরিক্ত সতর্কতার কারণে আবার যেন কেউ হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখতে বলেছি। সবাই যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে, সেটি মনিটরিং করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমান দুই টার্মিনালের চেয়ে দ্বিগুণের বেশি ২ লাখ ৩০ হাজার বর্গমিটার এলাকায় নির্মাণ করা হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। যেখানে খরচ হবে প্রায় ২৩ হাজার কোটি টাকা।