বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নব নিযুক্ত মন্ত্রী এ,কে, এম শাহজাহান কামাল বিমান হবে যাত্রীদের নিরপত্তা ও আস্থার প্রতীক

রেজাউর রহমান চৌধুরী; ঢাকা:  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এ,কে এম শাহজাহান কামাল এমপি বলেছেন, নেতিবাচক ইমেজ দূর করে বিমান যাতে আকাশে যাত্রীদের নিরপত্তা ও আস্থার প্রতীক হয় সে লক্ষ্যে তিনি কাজ করবেন। পর্যটন শিল্প যাতে সরকারের নীতি নির্ধরনী মহলের কাছে যথাযথ গুরুত্ব পায় সে প্রচেষ্টাও তিনি নেবেন।

 

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও ভাবমূর্তি বৃদ্ধিতে এভিয়েশন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।  এর সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এ খাত হতে পরে দেশের সমৃদ্ধির অন্যতম হাতিয়ার। তাই  বিমান ও পর্যটন শিল্পের উন্নয়নে সর্বোচ্চ তিনি প্রয়াস গ্রহণ করবেন। এ জন্য তিনি মন্ত্রণালয় ও অধীন দপ্তর সমুহের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

এর আগে বিদায়ী মন্ত্রী রাশেদ খান মেনন এমপি নবনিযুক্ত মন্ত্রী এ,কে এম শাহজাহান কামাল এমপি’র কাছে সচিবালয়ে দায়িত্ব হস্তান্তর করেন। বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয় ও দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।