জাতীয় বিমা দিবস-২০২১

বিমার ওপর আস্থা তৈরিতে আরো প্রচার প্রয়োজন: প্রধানমন্ত্রী

বিমা খাতের সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনো পিছিয়ে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিমার ওপর মানুষের আস্থা তৈরিতে আরো প্রচার প্রয়োজন।

সোমবার (১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস-২০২১-এর আয়োজনে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ একটা আমানত রাখছে, সেটাকে আবার কেউ যেন অন্যভাবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। মানুষকে যদি আপনি উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে প্রত্যেক মানুষ কিন্তু ছোটখাট ব্যবসা-বাণিজ্য যা-ই করুক, বা নিজের জীবন বিমা বা সবকিছু—তাঁরা কিন্তু নিজেরা করবেন। এভাবে ব্যাপক প্রচার একান্তভাবে দরকার।’

বিমা খাতকে ডিজিটাল প্রযুক্তির আওতায় সেবা দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা জানান, দেশে স্বাস্থ্য বিমা আরো ব্যাপকভাবে চালু করা উচিত।

তিনি বলেন, অর্থনীতি যত বেশি আমাদের শক্তিশালী হবে, বিস্তৃত হবে মানুষের মধ্যে সচেতন হবে বিমার গুরুত্বটাও কিন্তু ততটা বাড়বে। আর এ বিমা থেকে সুফলটা পেতে পারে মানুষ এ সম্পর্কে সচেতনার যথেষ্ট অভাব রয়েছে। আমি আশা করি আপনারা যারা বিমার সঙ্গে জড়িত তারা উদ্যোগ নিবেন মানুষের মাঝে সচেতনাটা বৃদ্ধি করা। এখন তো আধুনিক প্রযুক্তি এসে গেছে তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন বিমা সেবার দেওয়ার জন্য, যেটা মানুষকে আরো সহজ করে দিবে। তবে আমাদের স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। আমার দেশের মানুষ সচেতন না, করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনা সৃষ্টি হবে।

মুজিববর্ষ উপলক্ষে বিমা উন্নয়ন কর্তৃপক্ষ প্রবর্তিত শিক্ষা বিমা, সুরক্ষা বিমা ও খেলোয়াড় বিমার উদ্বোধন করেন শেখ হাসিনা। অদূর ভবিষ্যতে দেশের সব শিক্ষার্থীকে শিক্ষা বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যে পাইলট প্রকল্প হিসেবে ২০২১ সালে ৫০ হাজার শিক্ষার্থীকে শিক্ষা বিমার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী এ সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে শিক্ষা বিমার সনদ তুলে দেন