বিরামপুরে সিভিএ ওয়ার্কিং গ্রুপের প্রশিক্ষণ

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার নিশ্চিতকরণে দিনাজপুরের বিরামপুরে ২৮ আগষ্ট রবিবার সকাল ১০ ঘটিকার সময় পল্লী শ্রী’র ইউনিট অফিসে ইভিপিআর প্রজেক্টের সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন, পল্লী শ্রী ও পামডো’র বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থায়নে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সর্বস্তরে এগিয়ে আনার লক্ষে গ্রুপ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইভিপিআর প্রজেক্টের দীপক কুমার রায়ের তত্ত্বাবধানে ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, পল্লী শ্রী’র প্রজেক্ট ফ্যাসিলিটেটর নুরুল ইসলাম ও ইভিপিআর প্রজেক্টের জেসমিন নাহার। এ সময় ১৫ জন সদস্য বিশিষ্ট নব-গঠিত গ্রুপের সকলকে তাদের পদবীসহ পরিচয় করিয়ে দেয়া হয়। এসব সদস্য বিভিন্ন এলাকা পর্যবেক্ষণের মাধ্যমে অতিদরিদ্র জনগণের তালিকা প্রস্তুতকরণ পূর্বক তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণের লক্ষে কাজ করে যাবে।