বিরামপুর স য় ও ঋণদান সমবায় সমিতির এজিএম অনুষ্ঠিত

মো: সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বিরামপুর স য় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর চতুর্থ বার্ষিকী সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মোঃ দুলু মিয়ার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহ আলম মন্ডলের স ালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মোঃ তোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, ওয়ার্ল্ড ভিশন বিরামপুর এডিপি ম্যানেজার মিঃ লিটন মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম সরকার সোহেল, সমিতির সাধারণ সম্পাদক মোছাঃ লাভলী বেগম, সাংবাদিক মোবারক হোসেন, নজরুল ইসলাম, রিপন, সামিউল আলম প্রমূখ।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যায়ের সমস্ত হিসাব-নিকাশ উপস্থাপন করা হয়। বিরামপুরে প্রায় সাড়ে নয়’শ সদস্য নিয়ে এটিই সর্ব বৃহৎ সমিতি। উক্ত অনুষ্ঠানে সমিতিকে ভবিষ্যতে আরো প্রগতিশীল করার লক্ষে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয় ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সমবায় অফিসার মোঃ তোজাম্মেল হক বলেন, “সমবায় হলো জনগনের সামষ্টিক ক্ষমতা। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে স য়ের মাধ্যমে নিজেকে সাবলম্বি ও ভবিষ্যতের অবলম্বন তৈরী করা।” এক্ষেত্রে সমিতিকে যে কোন ধরনের সহযোগীতা প্রদানেরও আশ্বাস দেন তিনি।