বিশিষ্ট আইনজীবী কবিরুল হায়দার মারা গেছেন

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কবিরুল হায়দার (৯৪) মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কবিরুল হায়দার স্বনামধন্য রাজনীতিবিদ, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংসদীয় সচিব সিরাজুল ইসলাম সাহেবের ছেলে। কবিরুল হায়দারের নামাজে জানাজা আজ রবিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে যশোরে নেয়া হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

বাদ মাগরিব যশোর কারবালা মসজিদে মরহুমের ২য় দফা জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হবে। তার রুহের মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষে অনুরোধ জানানো হয়েছে।

কবিরুল হায়দারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।