বিশ্বকাপের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মিসরের খেলোয়াড় ফুটবলকে বিদায় বললেন

এসাম এল-হাদারি

 

ক্রীড়া ডেস্ক : ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় তিনি। গত বিশ্বকাপেই রেকর্ডটা গড়েছেন এসাম এল-হাদারি। মিসরের ৪৫ বছর বয়সি এই গোলরক্ষক আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন। রাশিয়া বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে মিসরের শুরুর একাদশে জায়গা পেয়েই রেকর্ড বুকে নাম তোলেন হাদারি। সেদিন তার বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার আগের রেকর্ডটা ছিল কলম্বিয়ার ফরিদ মনদ্রাগনের (৪৩ বছর ৩ দিন)। নতুন রেকর্ড গড়ার দিনে একটি পেনাল্টিও সেভ করেন হাদারি। মিসরের হয়ে চারটি আফ্রিকান নেশনস কাপ জিতেছেন হাদারি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। হাদারি ফেসবুকে লিখেছেন, ‘জাতীয় দলের হয়ে ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং অভূতপূর্ব সাফল্য অর্জনে আমি অত্যন্ত গর্বিত।’ ‘আশা করি যে, বিগত বছরগুলোয় আমি আমার মিশনে সফল হয়েছি। আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমার জীবনের সমস্যাগুলো বহন করেছে এবং আমার প্রতিটা পদক্ষেপে আমাকে সমর্থন করেছে’- যোগ করেন হাদারি।