‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে অবশ্যই সরকার কমাতে বাধ্য হবে’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে অবশ্যই সরকার কমাতে বাধ্য হবে। তেল গ্যাস সরকার নিজে কিনে বিক্রি করে। সরকার কোনো মহাজন নয়। এটা নিয়ে লাভ করবে না।

পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ সোমবার পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে। ডিসেম্বর মাসে আরও কমে আসবে বলে আমরা আশা করছি। নভেম্বর মাস শেষে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশে, যা গত মাসে ছিল ৮ দশমিক ৯১ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ১০ ও আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। নভেম্বর মাসে খাদ্যপণ্যের দাম কমে মূল্যস্ফীতি ৮ দশমিক ১৪ শতাংশ হয়েছে; যা গত মাসে ছিল ৮ দশমিক ৫০ শতাংশ।

এসময় কোনো কোনো বাজারে জিনিসপত্র কম দামে বিক্রি হচ্ছে তার তালিকা চান সাংবাদিকরা। জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে ধান, শাক-সবজি বেশি উৎপাদিত হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী তেল গ্যাসের দামও কমছে। সার্বিকভাবে প্রবৃদ্ধিও সাত শতাংশে যাবে বলে আশা করি। মূল্যস্ফীতির বাড়ন্ত ভাব নিয়ে কেউ কেউ রাজনীতি করতে চেয়েছিলেন। এখানে তা হয়নি।