বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিঃ নিহত সিটি ইউনিভার্সিটির এক ছাত্র

নিজস্ব প্রতিবেদক, সাভার : বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটির এক ছাত্র নিহত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির সাভারের খাগানে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে সোমবার দুপুরে তাকে গুলি করা হয়। নিহত ছাত্রের নাম সিফাত হোসেন (২৫)। এ ঘটনায় বাসুদেব নামের আরেক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত সিফাত হোসেন এ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের আবাসিক ছাত্র ছিলেন তিনি।

সিটি ইউনিভার্সিটির এক শিক্ষক জানান, বেশ কিছুদিন আগে নিহত সিফাত হোসেনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অপর এক ছাত্রের তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হয়ে বহিরাগত কিছু লোক সিফাত ও তার এক বন্ধুকে বিশ্ববিদ্যালয়ের পেছনে ডেকে নেয়। এরপর সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

সিটি ইউনিভার্সিটির মেডিকেল ইনচার্জ হেলাল হোসেন জানান, গুলিবিদ্ধ অবস্থায় সিফাত এবং বাসুদেবকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা সিফাতকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ বাসুদেবের অস্ত্রোপচার চলছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।