বিশ্বব্যাপী উর্ধমুখী তেলের দাম, মস্কোর হুমকি

আগামী মাসেই তেল উৎপাদন কমানোর হুমকি দিয়েছে রাশিয়া। মস্কোর এ হুমকির প্রেক্ষিতে শুক্রবার (২৩ ডিসেম্বর) বিশ্বব্যাপী তেলের দাম ১ ডলার বেড়েছে। এদিন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পশ্চিমা দেশগুলো রাশিয়ান জ্বালানি তেল রপ্তানির দামে সীমা বেঁধে দেয়। এর প্রতিক্রিয়া হিসাবে শুক্রবার (২৩ ডিসেম্বর) ২০২৩ সালের প্রথম দিকে অপরিশোধিত তেলের উৎপাদন ৫-৭ শতাংশ কমানোর হুমকি দেয় রাশিয়া।

রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, উৎপাদন কমানোর পরিমাণটা দৈনিক পাঁচ থেকে সাত লাখ ব্যারেল হতে পারে। মস্কোর এমন হুমকির পরই সতর্কবার্তা ছড়িয়ে পড়ে গোটা বাজারে। সেইসঙ্গে সরবরাহ হ্রাসের আশঙ্কায় বিশ্বব্যাপী প্রায় ১ ডলার বেড়ে গেছে তেলের দাম। আল জাজিরা জানায়, ব্রেন্ট ক্রুডের দাম ৭৩ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে গেছে, যা সকালেই ব্যারেল প্রতি ৮১.৭১ ডলারে ছিল। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে ৯১ সেন্ট বা ১.২ শতাংশ, যা ব্যারেল প্রতি ছিল ৭৮.৪০ ডলারে। নিউইয়র্ক ভিত্তিক বৈদেশিক মুদ্রা সংস্থা ওএএনডিএ-র সিনিয়র বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া রয়টার্সকে বলেন, “জ্বালানি ব্যবসায়ীরা রাশিয়ান তেলের দামের সীমা নির্ধারণের পর মস্কোর প্রতিক্রিয়ার দিকে মনোনিবেশ করায় বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ”