বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

পাশাপাশি দলভিত্তিক আলোচনার মাধ্যমে নতুন উদ্ভাবনী প্রক্রিয়ায় বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার আহ্বান জানান।

বুধবার লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬২তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার বলেন, সিপিএ আন্তঃসংসদীয় সংলাপের এক অনন্য ক্ষেত্র। সিপিএ কেবলমাত্র কমনওয়েলথভুক্ত দেশগুলোর জাতীয় সংসদের সদস্যদেরই একটি ফোরাম নয় বরং প্রাদেশিক পরিষদ ও রাষ্ট্রীয় আইন প্রণেতাদেরও ফোরাম এটি।

সিপিএ সদস্যভুক্তির এই বহমূখিতা কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে গণতন্ত্র শক্তিশালীকরণ, গণতান্ত্রিক চর্চা ও উদ্ভাবনী চিন্তার সুযোগ করে দিয়েছে বলেও মনে করেন সিপিএ চেয়ারপারসন।

সিপিএর ৬২তম সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো “এ কোল্যাবোরেটিভ কমনওয়েলথ : ইউনিটি, ডাইভারসিটি অ্যান্ড কমন চ্যালেঞ্জেস”।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি, সিপিএ মহাসচিব আকবর খান ও দক্ষিণ আফ্রিকার সংসদ সদস্য লিন্ডিউ মাসাকো।

সিপিএ সম্মেলনে ৯টি অঞ্চল ও দক্ষিণ এশিয়ার ৫২টি দেশের স্পিকার, সংসদ সদস্য ও সংসদ স্টাফ প্রতিনিধি অংশ নিয়েছেন।