বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় মোল্লা বারাদার!

টাইমস ম্যাগাজিন জানিয়েছে, বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার।

তালেবানের কাবুল দখলের একমাসের মাথায়ও চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দেশটি। দাম বাড়ছে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রেরও।

শঙ্কা রয়েছে চলতি মাসের শেষদিকে মজুত থাকা খাদ্য ফুরিয়ে যাওয়ার। দেশটিতে প্রায় দেড় কোটি আফগান অনাহারের দ্বারপ্রান্তে। আর লাখো শিশু রয়েছে অপুষ্টি ও মৃত্যুঝুঁকিতে। এতে মানবিক বিপর্যয়ের শঙ্কা জানিয়েছে জাতিসংঘ। তবে জাতিসংঘের ডাকে সাড়া দিয়ে বিশ্বের বেশকয়েকটি দেশ শতকোটি ডলারের বেশি সহযোগিতার অঙ্গীকার করেছে। তবে কবে নাগাদ তা পৌঁছাবে তার কোনো নিশ্চয়তা নেই।