বিশ্বের বৃহত্তম হিমশৈলের একটি ভেঙে দুই ভাগ

আন্তর্জাতিক ডেস্ক : বরফের মহাদেশ অ্যানটার্কটিকায় বিশ্বের বৃহত্তম হিমশৈলের একটি ভেঙে দুই ভাগ হয়ে গেছে।

বিশাল আয়তনের এই হিমশৈলটি অ্যানটার্কটিকার ৬ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত, যা যুক্তরাজ্যের ওয়েলসের আয়তনের চার ভাগের এক ভাগ।

যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইটে বুধবার হিমশৈল ভেঙে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। হিমশৈলটির নাম লারসেন সি আইস শেলফ।

হিমশৈল ভেঙে যাওয়ার পূর্বাভাস ছিল বিজ্ঞানীদের কাছে। প্রায় এক দশক আগে লারসেন সি আইস শেলফে ফাটল দেখা দেয়। বিজ্ঞানীরা এর ওপর নজর রাখছিলেন। ২০১৪ সাল থেকে ফাটল দ্রুত বাড়ছিল। যেকোনো সময়ের চেয়ে ফাটল বৃদ্ধির হার ছিল বেশি।

বিজ্ঞানীদের ধারণা, ২০০ মিটারের বেশি পুরু এই হিমশৈল ভেঙে যাওয়ার পর খুব দ্রুত বেশি দূর সরে যাবে না। তবে বিষয়টি পর্যবেক্ষণে রাখতে হবে। ভেঙে যাওয়া হিমশৈল স্রোত ও বাতাসের তোড়ে অ্যানটার্কটিকার উত্তরে চলে যেতে পারে। তাই যদি হয়, তাহেল ওই অঞ্চলে জাহাজ চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটবে।

বিজ্ঞানীরা মনে করছেন, লারসেন সি আইস শেফল ভেঙে যাওয়ায় সমুদ্র-পরিবেশের খুব বেশি বিপর্যয় হবে না। কারণ, এর আগেও আরো বড় বড় হিমশৈল ভেঙে গেছে। তবে এটি পরিবেশ বিপর্যয়ের সুস্পষ্ট ইঙ্গিত।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন