বিশ্বের শীর্ষ ২০ ধনী তারকাদের তালিকায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। ফোর্বসের জরিপে বিশ্বের শীর্ষ ২০ ধনী তারকাদের তালিকায় রয়েছেন তিনি। বলিউডের ‘কিং অব রোমান্স’ খ্যাত এ তারকা মনে করেন গরিব হওয়ার মধ্যে কোনো রোমান্টিকতা নেই।

জিকিউ ম্যাগাজিনের ২০১৭ সালের জানুয়ারি সংখ্যায় একটি সাক্ষাৎকার দিয়েছেন শাহরুখ খান। এতে এ কথা বলেন তিনি।

শাহরুখ বলেন, ‘আপনি ধনী না হওয়া পর্যন্ত ফিলোসফিক হওয়ার দরকার নেই। আমি এক সময় গরিব ছিলাম। আমি বলছি, এর মধ্যে কোনো রোমান্টিকতা নেই। যখন কোনো উঠতি ব্যক্তি, বন্ধু বলে তারা সৃজনশীল ঔপন্যাসিক হতে চায়, আমি তাদের উপদেশ দিই লেখক হয়ে আগে কিছু অর্থ উপার্জন করতে। স্ট্রাগল আর্টিস্ট হবেন না, সুখী জীবনযাপন করুন।’

ডিয়ার জিন্দেগিখ্যাত এ তারকা বলতে গেলে অল্প বয়সেই বাবা-মাকে হারিয়েছেন। জীবনের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার বয়স ৫১ বছর। আমি আমার বাবাকে হারিয়েছি যখন আমার বয়স ১৪ কিংবা ১৫ বছর এবং মাকে হারিয়েছি ২৫ বছর বয়সে। আমার ওই শূন্যস্থান কখনই পূরণ হবে না। যখন অল্প বয়সে বাবা-মা হারাবেন তখন আপনি খুব তাড়াতাড়ি পরিণত হয়ে উঠবেন। খেলনা নিয়ে খেলার সময় আপনি পাবেন না আপনাকে বাস্তবতার সঙ্গে খেলতে হবে।’

‘আমি আমার ছেলেময়েদের সঙ্গে খেলনা নিয়ে খেলি। মানুষ হয়তো এটিকে অন্যভাবে দেখে এবং চিন্তা করে সম্ভবত তিনি খুব ভালো বাবা কিন্তু এটি সত্য না। আসলে আমি এমন একজন বাবা যার খেলনা ছিল না।’ বলেন শাহরুখ।

তিনি জানান, হঠাৎ করেই বাবা মারা যাওয়ার পর তার মা প্রাথমিক ধাক্কাটি সামলেছিলেন। কিন্তু মা মারা যাওয়ার পর আবারো সবাই নড়ে যান।

‘তারপর একদিন হঠাৎ মা মারা গেলেন এবং আমরা সবাই আবারো নড়ে গেলাম। আজও আমি ভেবে পাই না, অল্প বয়সে তাদের হারানো নাকি পরিণত হয়ে তাদের বৃদ্ধ অবস্থায় চারপাশে দেখতে পাওয়াটা ভালো। শুনতে শিশুসুলভ মনে হবে কিন্তু আমি বিশ্বাস করি, সম্ভবত আকাশের তারা হয়ে বাবা-মা আমাকে দেখছেন। আমি মনে করি, তাদের চিনতে পারি, তবে এও হতে পারে অন্যের বাবা-মায়ের জন্য প্রার্থনা করি।’ বলেন দিওয়ালে অভিনেতা।

শাহরুখ বলেন, ‘আমি গিটার শিখতে চাই। কয়েক বছর আগে আমি স্পেনে গিয়েছিলাম। আমি দুটি দামি গিটার কিনেছিলাম। একটি আমার জন্য, অন্যটি ছেলে আরিয়ানের জন্য এবং তাকে বলেছিলাম দুজন একসঙ্গে গিটার শিখব। ভালো দিক হলো সে এ ব্যাপারে খুবই ভালো। আমার সাড়ে তিন বছর বয়সি ছেলে আবরামও মিউজিকের ব্যাপারে আগ্রহী। আমি যদি গিটার শিখতে পারি তাহলে আমরা নিজেরাই একটি ব্যান্ড গঠন করতে পারব।’

এ অভিনেতা খাবার খান কম, ঘুমান কম, পানির চেয়ে কফি খান বেশি এবং বিরতিহীনভাবে ধূমপান করেন। ২০১৭ সালে কী কিছুটা স্বাস্থ্য সচেতন হবেন? জবাবে চেন্নাই এক্সপ্রেসখ্যাত শাহরুখের উত্তর, ‘ ৫ জানুয়ারি থেকে। আমি এর আগেও এমনটা বলেছি কিন্তু আমার মনে হয়, নতুন বছরের শুরুতে একটু পান করা প্রয়োজন।’