বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোদির নামে

ভারত-ইংল্যান্ড দিবারাত্রির টেস্টের মধ্য দিয়ে অভিষেক হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের। তবে উদ্বোধনী দিনেই বদলে দেওয়া হলো এই স্টেডিয়ামের নাম। আহমেদাবাদের মোতেরায় এই স্টেডিয়ামের নাম ছিল সরদার প্যাটেল স্টেডিয়াম। খেলার আগে নাম বদলে করা হলো নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

নতুন রূপে গড়ে ওঠা এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা এক লাখ ১০ হাজার। ভারত-ইংল্যান্ডের মধ্যকার গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হলো এই স্টেডিয়ামের নবযাত্রা।

খেলা শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে বদলানো হয় এই নাম। এ সময় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাট গভর্নর আচার্য দেবরাট, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

বছরখানেক আগে মোতেরার এই স্টেডিয়ামটি উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এতদিন কোন আন্তর্জাতিক ম্যাচ হয়নি।