বিশ্বে করোনায় মৃত্যু ৪৭ লাখ ছাড়িয়ে

মহামারী করোনাভাইরাস প্রাণহানি ৪৭ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডমিটারের রবিবার সকালের তথ্যে এমনটা জানা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৪ লাখ ১৭ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ৬ হাজার ৭৬৭ জন।

এ নিয়ে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২২ কোটি ৮৯ লাখ ৪৬ হাজারে দাঁড়িয়েছে। মোট মৃত্যু বেড়ে হয়েছে ৪৭ লাখ ১৯৮ জন।
আগের দিনের তুলনায় করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু দুটিই কমেছে।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণ একদিনে প্রায় ১ লাখ কমেছে। মৃত্যুও কমেছে অর্ধেকের বেশি।

এছাড়া ভারত, যুক্তরাজ্য ও তুরস্কে ৩০ হাজারের কাছাকাছি রোগী শনাক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ায় ৮শ’র মতো রোগীর মৃত্যু হয়েছে।