বিশ্ব ইজতেমা সফল হোক বিশ্ব বাসী শান্তি পাক

আব্দুল্লাহ তুহিন ঃ টঙ্গীর তুরাগ নদীর তীরে তিনদিন ব্যাপি ইসলামের শান্তি কামনা করে বিশে^র সকল লোক শান্তিতে বসবাস করুক ও অন্যায়, অপরাধ, দূর্নীতি, জঙ্গীবাদ নিপাক যাক। এই বয়ানের মধ্যদিয়ে আজ রবিবার প্রথম পর্বের আখেরী মোনাজাত শেষ করলেন শান্তিগামী মুসলমান ভাইয়েরা। মোনাজাত শেষে রাস্তাদিয়ে হেটে যাওয়ার সময় মানুষের জটলাসহ মাইক লাগিয়ে রাস্তার একপাশে অল্প বয়সী হুজুর মাইকে বয়ান করছেন। “দানকারীদের মাতা-পিতা সুখে থাকবে কববে, দান করিলে টাকা কমে না, নেকের পাল্লা হয় ভারী। এই বয়ানটি দিয়েও ব্যবসা কম হয়নি বিভিন্ন মসজিদ মাদরাসার হুজুরদের। সাদা চাদর বিছানো তার ভিতরে পড়ছে টাকা দশ থেকে পাচশত। আমি যাহা চোখে দেখলাম কয়েকটি বিছানো চাদরের দিকে লক্ষ করে কোন কোনটিতে পাচ হাজার কোন কোনটিতে দশ হাজার অনুমান করতে পারলাম। আমার প্রশ্নছিল, “এই সকল মসজিদ মাদরাসার কি কোনো কমিটি নেয় ?” কেউ কেউ আবার নিজে দাড়িয়ে বললাম আমি নিজেই মসজিদের সভাপতি। আমাদের মসজিদের সংস্কার করার জন্য বছরের বিশেষ দিনে টাকা তুলে থাকি। যেমন ধরুন ঈদ, ঈদে মিলাদুন্নবী, বিশ^ ইজতেমা সহ আরও অন্যান্য দিনে। তবে আমার প্রশ্নছিল নবী করিম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, “আমার শিক্ষা করো না কেউ ভিক্ষা।” আমার জানা নেই এটা ভিক্ষা ভিত্তি নাকি হাদিয়া বা তোফ্ফা নেওয়া। বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে। রাস্তার মোড়ে অলিতে গলিতে প্রায় হাজার খানেক দোকান আমার চোখে পড়ার মতো। বিষয়টি ইসলামের চিন্তাবীদ মোফাস্সের, মুফতি ও রাষ্ট্রের দেখার। আমি যে বিষয়ে এতক্ষন কথা লেখলাম ও অনুভব করলাম যদি কোন ক্রটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকী সব আপনাদের ভাবনা ………………………………….