বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতলেন দেবেন্দ্র

ক্রীড়া ডেস্ক : রিও প্যারালিম্পিকে বর্শা নিক্ষেপ বা জ্যাভেলিন থ্রো এফ৪৬ ইভেন্টে নিজের বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন ভারতের দেবেন্দ্র ঝাঝারিয়া।

বুধবার গেমসের সপ্তম দিনে ৬৩.৯৭ মিটার দূরত্বে বর্শা ছুড়ে নতুন রেকর্ড গড়েন দেবেন্দ্র।

এর আগে তিনি ২০০৪ সালে এথেন্স প্যারালিম্পিকে এই ইভেন্টে ৬২.১৫ মিটার দূরত্বে বর্শা ছুড়ে সোনা জিতেছিলেন।

নিজের ১২ বছরের পুরোনো বিশ্ব রেকর্ডটা এবার ভেঙে দিলেন দেবেন্দ্র। পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিকে দুটি সোনার পদক জিতলেন রাজস্থানের এই প্যারা-অ্যাথলেট।

রিওতে ৫৯.৯৩ মিটার দূরত্বে বর্শা ছুড়ে রুপা জিতেছেন বিশ্বের নাম্বার ওয়ান চীনের গুও চুনলিয়াং। ৫৮.২৩ মিটারে ব্রোঞ্জ জিতেছেন শ্রীলঙ্কার হেরাথ মুদিয়ানসেলাজ।

দেবেন্দ্রর বাড়ি রাজস্থানের চুরু জেলায়। নয় বছর বয়সে বিদ্যুতের খোলা তারে হাত লেগে কনুই থেকে বাঁ হাত বাদ যায় তার। ২০০২ সালে প্যারা এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি।