বিসিএসের সিনিয়র স্কেলে ৭৩ জনকে বিশেষ বিবেচনায় যোগ্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেলে পদোন্নতি পরীক্ষার জন্য সরকারি কর্মকমিশন বিশেষ বিবেচনায় মোট ৭৩ জনকে যোগ্য ঘোষণা করেছে।

সোমবার সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সচিবালয়ের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) সংশ্লিষ্ট প্রার্থীদের রোল নম্বর পাওয়া যাবে।

প্রার্থীরা চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে প্রকাশিত প্রেসবিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের পরীক্ষা ক্যাডার ও বিষয়ভিত্তিক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।