বিয়ানীবাজার-১ গ্যাসকূপে আবারও গ্যাস উত্তোলন শুরু

২৩ বছর গ্যাস তোলার পর পাঁচ বছর আগের পরিত্যক্ত বিয়ানীবাজার-১ গ্যাসকূপে আবারও গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিয়ানীবাজার-১ গ্যাসকূপ থেকে তীব্র বেগে গ্যাস বের হতে থাকে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর এই কূপের ওয়ার্কওভারের কাজ শুরু করে বাপেক্স। টানা দু-মাসের ওয়ার্কওভারের পর ওই গ্যাসকূপে গ্যাস উত্তোলন শুরু হলো।

জানা গেছে, দৈনিক ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস ও ২২ হাজার লিটার কনডেনসেট উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে সিলেটের বিয়ানীবাজার-১ গ্যাসকূপ দ্বিতীয়বারের মতো গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

সিলেট গ্যাস ফিল্ডসের এই গ্যাসক্ষেত্রের খনন কাজের দায়িত্বে রয়েছে বাপেক্স।