বুমরাহর প্রতিবাদ নো বল নিয়ে পুলিশের বিজ্ঞাপনে

ক্রীড়া ডেস্ক : এক নো বল গুঁড়িয়ে দিয়েছে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা! চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের ফখর জামানকে শুরুতেই আউট করেছিলেন জসপ্রিত বুমরাহ। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি ছিল নো বল।

৩ রানে জীবন পাওয়া ফখর ১১৪ রানের ইনিংস খেলে পাকিস্তানের রানের পাহাড় গড়েন। সেই রান তাড়া করতে নেমে বড় পরাজয়ের সাক্ষী হতে হয় ভারতকে। ‘অভিপপ্ত’ ওই নো বলেই শেষ ভারতের স্বপ্ন। ওই নো বোল এখনও তাড়া করে বেড়াচ্ছে বুমরাহকে। নতুন করে কাটা দাগে নুন দিয়েছে জয়পুর ট্রাফিক পুলিশ। বুমরাহর নো বলকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে তারা বিলবোর্ডে লিখেছে,‘লাইন অতিক্রম করবেন না। আপনি জানেন এটি ব্যয়বহুল হতে পারে।’ বুমরাহর বল ছোঁড়ার অ্যাকশন বিলবোর্ডের ছবিতে ব্যবহার করা হয়েছে। গোল চিহ্ন করে লাইন অতিক্রম না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ বুমরাহ। পরপর দুটি টুইট করে বুমরাহ লিখেছেন,‘খুব ভালো জয়পুর পুলিশ। দেশের হয়ে সর্বোচ্চ চেষ্টা করে সেরাটা দেওয়ার পর কতটা সম্মান একজন পেতে পারে।’ দ্বিতীয় টুইটে লিখেন,‘চিন্তা করবেন না। কেউ ভুল করলে আমি সেটা নিয়ে কটাক্ষ করি না। কারণ মানুষ মাত্রই ভুল করে।’

বুমরাহর টুইটের পর জয়পুর পুলিশ পাল্টা টুইট করে ক্ষমা চেয়ে লিখেছে, ‘প্রিয় জসপ্রিত বুহরাহ, আপনাকে কষ্ট কিংবা কোটি ক্রিকেটপ্রেমিদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা শুধুমাত্র ট্র্যাফিক নিয়ম সম্পর্কে আরো সচেতনতা তৈরি উদ্দেশ্যে কাজটি করেছি। আপনি আমাদের যুব আইকন এবং সবার কাছে অনুকরণীয়।’