বুয়েটে মহা পুনর্মিলনী ৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে অ্যাসোসিয়েশন বুয়েট অ্যালামনাই এর মহা পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ৬ জানুয়ারি শুক্রবার।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু সাইয়ীদ। বিশেষ অতিথি থাকবেন বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে বুয়েট অ্যালামনাইয়ের সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা, সদ্য উত্তীর্ণ বুয়েট শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুয়েট অ্যালামনাই মহা পুনর্মিলনী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুনীর উদ্দিন আহমেদ, অর্থ ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, সদস্য মাহতাব উদ্দিন।