বেকসুর খালাস সালমান

বিনোদন ডেস্ক : বেআইনি অস্ত্র মামলায় বেকসুর খালাস পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। আজ বুধবার (১৮ জানুয়ারি) মামলাটির রায়ে সালমান ‘নির্দোষ’ বলে জানান যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে গত ৯ জানুয়ারি সালমানের বেআইনি অস্ত্র মামলার রায় ঘোষণার তারিখ ১৮ জানুয়ারি নির্ধারণ করেন আদালত। উভর পক্ষের যুক্তি-তর্ক শেষে যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ দিন ধার্য করেন। গত বছর ৯ ডিসেম্বর থেকে এ মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়।

ম্যাজিস্ট্রেট দলপাত সিং রাজপুরোহিত আজ (১৮ জানুয়ারি) সালমানকে আদালতে হাজির থাকারও আদেশ দিয়েছিলেন। এ জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বোন আলভিরা খানকে নিয়ে যোধপুর পৌঁছান সালমান।

১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া বেআইনি অস্ত্র ব্যবহার করে বিরল কৃষ্ণসার হরিণ হত্যা এবং অস্ত্র রাখার দায়ে সালমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অস্ত্র মামলার ২৫ ও ২৭ ধারায় বন বিভাগের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।