বেড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুল হান্নান, পাবনাঃ গতকাল(৩০-০৪-২৪)সকাল ১১ ঘটিকায় বেড়া উপজেলা পরিষদে কনফারেন্স রুমে এপ্রিল/২০২৪মাসের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন,মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেড়া, পাবনা I
সভায় নিম্নলিখিত বিষয়গুলি আলোচিত হয় উপজেলা চেয়ারম্যান নির্বাচন সামনে রেখে সমগ্র উপজেলায় আইনশৃঙ্খলা পর্যালোচনা,বেড়া এবং আমিনপুর থানার অধীন বিভিন্ন জায়গায় মাদকের বর্তমান অবস্থা, দুষ্কৃতকারী কর্তৃক বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের ভাতা উত্তোলনে ডিজিটাল চুরি,কতিপয় প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত সমস্যার উপরে ব্যাপক আলাপ আলোচনা,বেড়া সিএন্ডবি বাস স্ট্যান্ডে ট্রাফিক ব্যবস্থাপনার উপরে আলোচনা, আগামী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার এর ব্যাপারে চেয়ারম্যানবৃন্দের প্রস্তাব ইত্যাদি ।
সিদ্ধান্ত সমূহ: কম্পিউটার ত্রুটির কারণে প্রাথমিক শিক্ষকদের বদলীর  ব্যাপারে যে সমস্যা হয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যে ,আশা করা যায় আগামীতে এই সমস্যা হবে না  ।ভাতা উত্তোলনে ডিজিটাল উপদ্রব বন্ধের জন্য সমাজসেবা কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণের উপরে পরামর্শ দেন ।মাদকের ব্যাপারে বর্তমান সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্সে অবস্থান করছে ।উপস্থিত সকল সদস্যই সামাজিক আন্দোলনের মাধ্যমে স্থায়ী সমাধানের পক্ষে মতামত ব্যক্ত করেন ।বেড়া সিএন্ডবি বাস স্ট্যান্ড সহ উপজেলার অন্যান্য হাটবাজারে নিয়মিত মনিটরিং করার সিদ্ধান্ত গৃহীত হয় ।সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সহায়তা কামনা করা হয় ।মাটি ও বালুকাটা এবং পরিবহন বন্দে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একযোগে কাজ করার দৃঢ়তা ঘোষণা করেন ।বেড়া উপজেলা মডেল মসজিদের কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের সিদ্ধান্ত গৃহীত হয় ।বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান যে,বেড়া থানার ৪৪ জন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কেউ এখন এলাকায় নাই  ।মডেল থানার অফিসার ইনচার্জ আরো জানান যে,কিশোর গ্যাং  বিস্তার বন্দ করার লক্ষ্যে দশটি মোবাইল ফোন ও পাঁচজন কিশোরকে গ্রেফতার করা হয় ।পরবর্তীতে কিশোরদের বাবা-মায়ের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ।হাট-বাজার সংলগ্ন রাস্তায় প্রতিবন্ধকতা মুক্ত করবার জন্য সম্মিলিত সিদ্ধান্ত গৃহীত হয় ।অন্যদিকে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে,সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে রাখবার জন্য গ্রামে গ্রামে পুলিশ ডিফেন্স পার্টি গঠন করতে হবে ।
গত মার্চ মাসে বেড়া থানার অপরাধ  মোট ২৮ টিএবং অন্যদিকে আমিনপুর থানার অপরাধ সংগঠিত হয়েছে মোট ২২ টি I মার্চ মাসে বেড়া উপজেলায় মোট ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ,মামলা রেকর্ড করা হয় নয়টি |মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ধারায় মোট জরিমানা আদায় করা হয় ৭৪,৫০০/-(৭৪ হাজার পাঁচশত টাকা) মাত্র I
মাসিক আইন শৃঙ্খলা  কমিটির সকল সদস্যই উপস্থিত ছিলেন ,তথা ,উপজেলা নির্বাহী কর্মকর্তা,এসি ল্যান্ড ভূমি,বেড়া মডেল থানা এবং আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সকল বিভাগীয় প্রধানগন, বেড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হান্নান এবং সাংবাদিক উজ্জল হোসাইন I