বেড়েছে পাসের হার

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শত ভাগ পাসের হারের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

এবার সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষায় শত ভাগ পাস করেছে ৯ হাজার ৪৫০টি প্রতিষ্ঠানে। গত বছর শত ভাগ পাসের হার ছিল ৮ হাজার ৫৮৩টি প্রতিষ্ঠানে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন।

এ বছর জেএসসিতে গড় পাসের হার ৯২.৮৯, জেডিসিতে গড় পাসের হার ৯৪.০২। জিপিএ-৫ পেয়েছে মোট ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন শিক্ষার্থী।

এবার জেএসসিতে রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.৬৮ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৯৭.৩৫ শতাংশ, যশোর বোর্ডে ৯৫.৩৫ শতাংশ, সিলেট বোর্ডে ৯৩.৩৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯২.৯৯ শতাংশ, চট্টগ্রামে ৯১.৭৫ শতাংশ, ঢাকা বোর্ডে ৯১.৩৬ শতাংশ ও কুমিল্লা বোর্ডে ৮৯.৬৮ শতাং