বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত, নেই খোলা ও পাম তেল

রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত হলেও, নেই খোলা ও পাম তেল।

শুক্রবার (৬ মে) থেকে সরকারে নতুন নির্ধারিত দাম কার্যকর হওয়ায় রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। তবে এখনো বাজারে খোলা তেল ও পাম তেলের সংকট কাটছে না।

বিক্রেতারা জানান, গত বৃহস্পতিবার দাম বাড়ানোর পর শুক্রবার কারওয়ান বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল পাচ্ছেন। তবে এখনও সংকট কাটেনি খোলা সয়াবিন ও পাম তেলের। আর বিক্রি হলেও তা সরকারের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

খোলা সয়াবিন না বিক্রি করার বিষয়ে একজন তেল বিক্রেতা বলেন, সরকার খোলা তেলের যে দাম নির্ধারণ করেছে, তা থেকে অনেক বেশি দামে কিনে আনতে হয়। এ জন্য আমরা খোলা তেল আনছি না।