বোস্টনে হাজার হাজার ডানপন্থিদের ‘ফ্রি স্পিস’ সমাবেশবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে হাজার হাজার বর্ণবাদবিরোধী প্রতিবাদকারীরা ডানপন্থিদের ‘ফ্রি স্পিস’ সমাবেশবিরোধী বিক্ষোভ করেছে।

বোস্টন কমন পার্কের ওই সমাবেশে খুব অল্প সংখ্যক লোকজন ছিল। এখানে ডানপন্থি বক্তারা বক্তৃতা করেছে। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেই তারা চলে গেছে এবং পুলিশ তাদের নিরাপত্তা দিয়ে বের করে দিয়েছে।

সমাবেশের আয়োজকেরা বলেন, তারা বর্ণবাদ বা গোঁড়ামিকে কোনো ধরনের প্রশ্যয় দেননি।

গত সপ্তাহে শার্লটসভিল, ভার্জিনিয়ায় এ ধরনের সমাবেশবিরোধী বিক্ষোভের পর উত্তেজনা বেড়ে যায়।

বোস্টন হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, বোস্টন কমনের বিক্ষোভে মিছিলে অন্তত ৩০ হাজার লোক ছিল। প্রথমে তারা বোস্টনের একটি ক্রীড়া কেন্দ্রে জমায়েত হয়, তারপর তারা কমন পার্কে যায়। ধীরে ধীরে বিক্ষোভকারীরা বোস্টন কমন এলাকার একটি বাসস্ট্যান্ড ঘেরাও করে।