ব্যথার ওষুধ খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে বিপদ

অসহ্য ব্যথায় ওষুধ খেতেই হবে। কিন্তু মাথাব্যথা একটু হল কি হল না, তাতে ওষুধ খেয়ে নেওয়ার প্রবণতা থাকে অনেকের। এ কাজ ঠিক নয়। তাতে উল্টে বিপদ ঘটতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ না খাওয়াই ভাল। সামান্য ব্যথায় ওষুধ না নিয়ে কিছুটা বিশ্রাম করে দেখুন। চলুন জেনে নেওয়া যাক ব্যথার ওষুধের ক্ষতিকর দিক গুলো।

ব্যথানাশক ওষুধ সেবনের অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে—পেপটিক আলসার বা অন্ত্রের ক্ষত ও কিডনি বৈকল্য। ৩০ শতাংশ পেপটিক আলসারের মূল কারণ ব্যথানাশক ওষুধের ইচ্ছামত ব্যবহার। এর ফলে রক্তবমি বা কালো পায়খানা (যা পাকস্থলী বা খাদ্যনালির ভেতরে রক্তপাতের জন্য হয়ে থাকে) এমনকি খাদ্যনালি ও পাকস্থলী ফুটোও হয়ে যেতে পারে।
ব্যথানাশক ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপসহ হৃদ্রোগের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তা ছাড়া ত্বকে ফুসকুড়ি, শরীরে পানি আসা, শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের প্রকোপ দেখা দিতে পারে। সাধারণত অধিক বয়স, ধূমপান, একসঙ্গে একাধিক ওষুধের ব্যবহার, ব্যথানাশক ওষুধের উচ্চ মাত্রা—এসব পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কাকে বাড়িয়ে দেয়।

কাজেই চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনো ওষুধ খাওয়া বাদ দিন।