ব্যবস্থা গ্রহণের আবেদন, খালেদার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক : বুধবার পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন, বেআইনিভাবে সাজা প্রদানের লক্ষ্যে সরকারি দলিলাদি জালিয়াতি ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ এনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ছয় সাক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে তারা হলেন-হারুন অর রশিদ (পি ডব্লিউ-৩১), আব্দুল বারেক ভূঁইয়া (পি ডব্লিউ-২১), মোস্তফা কামাল মজুমদার (পি ডব্লিউ-১৯), তৌহিদুর রহমান খান (পি ডব্লিউ-২০), সৈয়দ জগলুল পাশা (পি ডব্লিউ-১৪) এবং মাজেদ আলী (পি ডব্লিউ-৯)।

আবেদনে আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী। তাকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যাভাবে সাজার দেওয়ার লক্ষ্যে তারা আদালতে সাক্ষ্য দেন।