ব্যর্থ পুজদেমন, মাদ্রিদের কাছে কাতালোনিয়ার অবস্থান জানাতে

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়ার প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষণার বিষয়টি মাদ্রিদের কাছে সুস্পষ্ট করতে ব্যর্থ হয়েছেন। স্পেন সরকারের কাছে লেখা এক চিঠিতে তিনি এ বিষয়ে সুষ্পষ্ট কোনো অবস্থান ব্যাখ্যা করেননি। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন কাতালোনিয়া রাষ্ট্র গঠনের ঘোষণাপত্রে মঙ্গলবার সই করেন কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন ও আঞ্চলিক নেতারা। তবে স্পেনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার জন্য স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দেওয়ার বিষয়টি তারা কয়েক সপ্তাহ পিছিয়ে দেন। এরপরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়াকে সরাসরি শাসনে আনার হুমকি দিয়ে বলেছেন, ‘মন্ত্রীসভা আনুষ্ঠানিকভাবে শেষবারের মতো কাতালান সরকারের কাছে স্বাধীনতার ঘোষণার ব্যাপারে সুস্পষ্ট জবাব চাওয়ার ব্যাপারে একমত হয়েছে।’ কাতালান সরকারের কাছ থেকে পাওয়া জবাবের ভিত্তিতে আগামী কয়েকদিনের মধ্যে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান রাজয়। সোমবার ছিল স্পেন ঘোষিত সময়ের শেষ সীমা। স্পেনের বিচারমন্ত্রী রাফায়েল কাতালা সোমবার বলেছেন, পুজদেমনের জবাব মূল্যহীন। তার দেওয়া চিঠি কাতালোনিয়ার অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে। মাদ্রিদের দাবি পূরণে পুজদেমনের আঞ্চলিক সরকার কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে তাও জানাতে ব্যর্থ হয়েছে। ধারণা করা হচ্ছে, কাতালোনিয়াকে সরাসরি শাসনে নেওয়ার আগে আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্বাধীনতার যে কোনো ঘোষণা প্রত্যাহারের জন্য পুজদেমনকে সময় দেবে মাদ্রিদ।