ব্যাটিংয়ে হতাশ বাংলাদেশ, সিরিজ জয় পাকিস্তানের

ব্যাটিংয়ে হতাশ করেছে বাংলাদেশ। আগে ব্যাট করার সুবিধা কাজে লাগাতে পারেনি মোটেও। গুঁটিয়ে গেছে মাত্র ১০৮ রানে। এই রান টপকে জয় পেতে একেবারেই বেগ পেতে হয়নি পাকিস্তানকে। বাংলাদেশকে সহজেই হারিয়েছে বাবর আজমের দল। আট উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী সোমবার ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

আজ শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রান গড়ে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত।

১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। যদিও রান তাড়ায় শুরুতে ধাক্কা খেয়েছিল সফরকারীরা। এই ম্যাচেও টিকতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান বাবর। কিন্তু ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত করে বল। বাবর ফিরে যান ১ রান।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২০ ওভারে ১০৮/৭ ( নাঈম ২, সাইফ ০, শান্ত ৪০, আফিফ ২০, মাহমুদউল্লাহ ১২, নুরুল ১১, মেহেদী ৩, আমিনুল ৮, তাসকিন ২ ; শাদাব ৪-০-২২-২, আফ্রিদি ৪-০-১৫-২, ওয়াসিম ৩-০-৯-১, রওফ ৩-০-১৩-১, মালিক ২-০-১৬-২, নেওয়াজ ৪-০-২৫-১)।

পাকিস্তান : ১৮.১ ওভারে ১০৯/২ (বাবর ১, রিজওয়ান ৩৯, ফখর ৫৭, হায়দার ৬; মেহেদী ৪-০-২৩-০, তাসকিন ৪-০-২২-০, মুস্তাফিজ ২.১-০-১২-১,আমিনুল ৪-০-৩০-১, শরিফুল ১.৫-০-১০-০)।

ফল : ৮ উইকেটে জয়ী পাকিস্তান।