ব্যাননকে এনএসসি থেকে বাদ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সদস্য পদে স্টিভ ব্যাননকে রাখলেন না ট্রাম্প।

বুধবার এনএসসির পদ থেকে তাকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউসের চিফ স্ট্রাটেজিস্ট পদে বহাল রয়েছেন ব্যানন।

গত জানুয়ারি মাসে তার নিয়োগের সময় আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানদের রাজনীতিকরণ করতে পারেন ব্রেইটবার্ট নিউজের প্রাক্তন প্রধান ব্যানন।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহকারী জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা পরিষদে ব্যাননকে সদস্য করা হয়েছিল, যাতে তিনি মাইকেল ফ্লিনের কাজকর্মে সহযোগিতা করতে পারেন। কিন্তু মাইকেল ফ্লিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেন।

জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়াবলিতে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার প্রধান গ্রুপ হলো এনএসসি।

বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদে বেশ কিছু রদবদল নিয়ে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে নির্বাহী আদেশের বিস্তারিত প্রকাশ করেনি হোয়াইস হাউস।

জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক, সিআইএয়ের পরিচালক ও চয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে এনএসসির ইনার সার্কেল ও প্রিন্সিপ্যাল কমিটিতে রাখা হয়েছে।