ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছাসের মধ্য দিয়ে ১৫০তম জন্ম উৎসব পালন কানাডার

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছাসের মধ্য দিয়ে ১৫০তম জন্ম উৎসব পালন করছে কানাডা। শনিবার আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বহু প্রতিক্ষীত এই দিনটি উদযাপনের জন্য জন্য প্রায় এক বছর ধরে প্রস্তুতি নিয়েছে কানাডা সরকার। ধারণা করা হচ্ছে রাজধানী অটোয়াতে উৎসবে যোগ দিতে প্রায় ৫ লাখ লোক জমায়েত হবেন। পার্লামেন্টের সামনের সড়কে উৎসব উদযাপন উপলক্ষে থাকছে দৈহিক কসরৎ প্রদর্শনী, আতশবাজি এবং কনসার্ট।

শনিবার উৎসবের উদ্ভোধন উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ‘ আপনি কোথা থেকে এসেছেন বা কোন ধর্মের অনুসারী অথবা কাকে আপনি ভালোবাসেন আমরা তার কিছুই পরোয়া করি না। আপনারা সবাই কানাডায় স্বাগত।’

এসসময় কানাডার আদিবাসীদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ট্রুডো। আদিবাসীরা অতীতে নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে ট্রুডো বলেন, ‘আমাদের অতীতের ভুলগুলো শোধরাতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে।’

শনিবার সকালে বৃষ্টির মধ্যেই অনেক কানাডীয় উৎসব উদযাপনে ছাতা মাথায় নিয়ে রাস্তায় বের হয়ে গেছেন। তরুণদের বেশ কয়েকটি গ্রুপ আবার ১৫০ তম জন্মোৎসবের দিনে সূর্যোদয় দেখতে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছেন সেই ভোর বেলায়। তারা সেখানে মধ্য রাত অবধি থাকবেন।

এই গ্রুপেরই একজন সালামাতি বলেন, ‘১৫০ তো মাত্র একবার আসে। কানাডা যখন ২০০ বছরে পড়বে তখন হয়তো এই ভ্রমণটি আমরা করতে পারব না।’

কানাডা ১৮৬৭ সালের ১ জুলাই ব্রিটিশ কলোনি থেকে মুক্তি পায় কানাডা। স্বাধীনতার পরও কানাডার সঙ্গে ব্রিটেনের অভিন্ন বন্ধন রয়েছে। অর্থাৎ এখনো প্রথাগত বিধি মোতাবেক এ রাষ্ট্রের প্রধান হচ্ছেন ব্রিটেনের রানী এলিজাবেথ। তবে শাসন ক্ষমতায় রানীর কোনো অংশ নেই।