ব্রাজিলকেও হার মানালো ভারত

সংক্রমণের দিক দিয়ে ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। তবে মৃত্যুর তালিকার দিক দিয়ে এখনও এগিয়ে ব্রাজিল।

সোমবার (১২ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত বছর করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ভারতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৬৪ জন, ব্রাজিলে এ সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের চেয়ে ভারতে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮২১ জন বেশি।

আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে নেমে এলেও মৃত্যুর দিক থেকে এখনও দ্বিতীয় স্থানেই রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ১৩৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন।

দেশটিতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে মহারাষ্ট্র। রোববার এ রাজ্যে একদিনে ৬৩ হাজার ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৪৯ জন। দেশের মধ্যে প্রায় ৫২ শতাংশ রোগীই মহারাষ্ট্রে।