ব্রাজিলে গুলিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে সন্ত্রাসীদের গুলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পুলিশের চার কর্মকর্তা।

হেলিকপ্টার বিধ্বস্তের নাটকীয় ফুটেজ থেকে জানা যায়, আকাশ থেকে পাথরের টুকরার মতো হেলিকপ্টারটি নিচে পড়ার আগে গোলাগুলির শব্দ শোনা যায়। অল্পের জন্য সেটি প্রধান সড়কে পড়েনি।

বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার রিও ডি জেনিরো শহরে ফ্যাভেলা অর্থাৎ বস্তিতে অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযানে হেলিকপ্টারটি সাহায্য করছিল। এ দিন পুলিশের সঙ্গে অপরাধী চক্রের বেশ কয়েকবার সংঘর্ষ হয়।

অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থল থেকে লাশগুলো সরিয়ে নিয়েছে। ফুটেজে দেখা যায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে ধোঁয়া উড়ছে।

বিবিসি জানিয়েছে, যদি অপরাধী চক্র হেলিকপ্টারটি ভূপাতিত করে থাকে, তবে এ ধরনের প্রথম ঘটনা নয় এটি। ২০০৯ সালে মাদক চোরাচালানকারীরা পুলিশের একটি হেলিকপ্টারে গুলি করে। একটি ফুটবল মাঠে জরুরি অবতরণ করতে গিয়ে ওই হেলিকপ্টারের দুজন পাইলটই মারা যান।

দুই বছর ধরে রিও শহরে সংঘর্ষ বেড়ে চলেছে। ২০১০ সাল থেকে এ শহরের বস্তিগুলো অপরাধীমুক্ত করতে অভিযান চালায় পুলিশ। কিন্তু তা ব্যর্থ হওয়ায় এখন প্রায়ই সেখানে সংঘর্ষ হয়।

চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ রিও শহরে ৩ হাজার ৬৪৯ জন খুন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১৮ শতাংশ বেশি।