ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পুলিশ আরো বেশি তৎপর হতে পারত

সচিবালয় প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পুলিশ আরো বেশি তৎপর হতে পারত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তবে তারা আরো বেশি তৎপর হতে পারত।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আসন্ন বিশ্ব ইজতেমায় আগত বিদেশি মেহমানদের নিরাপত্তাসংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী নিজস্ব টিম দিয়ে ঘটনার তদন্ত করেছেন। কেন বা কী কারণে এমন ঘটনা ঘটেছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সব কিছুই তিনি জানেন। এ ছাড়া ঘটনার তদন্তে দলীয় টিম এবং একাধিক তদন্ত টিম সেখানে গেছে।’

পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের কোনো গ্যাপ ছিল না। তার পরেও ঘটনার নিয়ন্ত্রণে পুলিশ আরো তৎপর হতে পারত। এজন্য তাৎক্ষণিক ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঘটনার নিয়ন্ত্রণে পুলিশ শত ভাগ ব্যর্থ বলা যাবে না। সবাই বলেছেন, পুলিশ ভালোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কাজেই এই ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলার সুযোগ নেই।’

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, আইজিপি কে এম শহিদুল হক, র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদিজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।