ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে জেলার ৯টি উপজেলার ১ হাজার ৩৬ জন কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে পৌর এলাকার পূর্ব মেড্ডাস্থ জেলা সমাজসেবা কার্যালয়ে চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান। এসময় প্রধান অতিথিসহ জেলার ৯টি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।

খাদ্য সামগ্রী হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুল আলম তাপস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী। প্রতিটি পরিবারের জন্য পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই ও একটি সাবান দেয়া হয়।