ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা বাটা সু

অর্থনৈতিক প্রতিবেদক : ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি বাটা সু লিমিটেড।

আগামী বুধবার ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট তথ্য জমা দিতে অনুরোধ করেছে কোম্পানিটি।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, বাটা সু ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য, ই-টিআইএন এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে লভ্যাংশ পাওয়ার জন্য ২১ ডিসেম্বরের মধ্যে বেনিফিসিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে অনুরোধ করেছে কোম্পানিটি। আর ডিভিডেন্ড পাওয়ার জন্য এসব তথ্য ইমেল অথবা ফ্যাক্সের মাধ্যমে পাঠানো যাবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম কমিশন সভায় মার্জিন ঋণধারীদের লভ্যাংশ সরাসরি তাদের অ্যাকাউন্টে না পাঠানোর নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীরা সরাসরি তালিকাভুক্ত কোম্পানি বা মিউচ্যুয়াল ফান্ড ঘোষিত লভ্যাংশ পাবেন না। এ লভ্যাংশ জমা হবে ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে।