বড়দিনের বিশেষ নাটক ‘আনন্দধ্বনি’

যিশুখ্রিস্টের জন্মদিনে টেলিভিশনগুলো সাজিয়েছে নানান অনুষ্ঠান। বড়দিনের টেলিভিশন আয়োজনে নাটকও থাকছে। সম্প্রতি শুটিং হলো বড়দিনের বিশেষ নাটক ‘আনন্দধ্বনি’। আপেল মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকে জুটিবদ্ধ হয়েছেন ইরফান সাজ্জাদ ও তাসুনভা তিশা।

নাটকটি প্রসঙ্গে আপেল মাহমুদ বলেন, নাটকের গল্পটি মানসিক টানাপোড়েনের। দুজন মানুষ একত্রে বসবাস করতে চাইলে দু’পক্ষের কম্প্রোমাইজ জরুরি। আবার এই কম্প্রোমাইজ মানে নিজের স্বকীয়তা বিসর্জন দেওয়া নয়। মূল্যবোধ ঠিক রেখে পাশাপাশি চলা যায় কিনা তাই বলতে চেষ্টা করেছি এই গল্পে।

পরিচালক জয়ন্ত রোজারিও বলেন, মানুষের অন্তর নিসৃত প্রতিটি ধ্বনিই হোক আনন্দধ্বনি। একটা নবজাতকের কান্নার সঙ্গে তার বাবা মায়ের আনন্দ ছড়িয়ে পড়ে, এই ধ্বনিটাও আনন্দের। আমাদের গল্পের মূল প্রতিপাদ্যই হচ্ছে মানুষ যেন আনন্দে বাঁচে।

২৫ ডিসেম্বর (শনিবার) রাত ৯টা ৩০ মিনিটে একটি বেসরকারি টিভি চ্যানেল প্রচার হবে এটি।