বড় সাইবার হামলার শঙ্কা, অচল হতে পারে বিশ্ব অর্থব্যবস্থার একাংশ

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংকটের সুযোগে বড় ধরণের সাইবার হামলা হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোমে পাওয়েল। যাতে অচল হয়ে যেতে পারে বিশ্ব অর্থব্যবস্থার একাংশ।

সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০০৮ সালের মতো আরেকটি অর্থনৈতিক সংকট বিশ্বজুড়ে হবে এমন আশঙ্কা কম। তবে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি অনেক বেশি। কারণ হিসেবে বলেন, করোনা সংকটের কারণে আগের চেয়ে কয়েকশ’ গুন বেড়েছে অনলাইন লেনদেনের পরিমাণ। প্রতিনিয়তই নতুন নতুন ভোক্তা যুক্ত হচ্ছেন ভার্চুয়াল ব্যবসার জগতের সাথে। ফলে পরিবর্তিত এই অবস্থার সাথে তাল মিলিয়ে বেড়েছে সাইবার হামলার ঝুঁকিও। বড় মাপের হামলাই লক্ষ্য হ্যাকারদের।

যাতে সাইবার হামলার ফলে একটি অঞ্চলের অর্থব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ঠদের সতর্ক থাকার আহ্বান ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের।