ভবদহের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও স্মারকলিপি

নিজস্ব প্রতিবদক : ভবদহের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

স্মারকলিপিতে জলাবদ্ধতা সমাধানে কয়েকটি সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো- জরুরি ভিত্তিতে ভবদহে আরো তিনটি স্কাভেটার কাজে লাগানো, কাল বিলম্ব না করে আমডাঙ্গা খাল প্রশস্ত করে সোজাসুজি রাজাপুর খালের সঙ্গে সংযোগ দেওয়া, এ বছর মাঘী  পূর্ণিমার আগেই বিল কপালিয়ায় টিআরএম চালু করা, হরিহর ও ভদ্রা নদী সংস্কার করা, ক্ষেতমজুর, গরিব, ক্ষতিগ্রস্তদের খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

পাউবোর দুর্নীতি, অনিয়ম বন্ধ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, টেকা মুক্তেশ্বরী নদীর সঙ্গে উজানের ভৈরব মাথাভাঙ্গার সংযোগ প্রদান, জলাবদ্ধ মানুষের মিছিলের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও মোস্তফা লুৎফুল্লাহ। ভুক্তভোগী অঞ্চলের মানুষের এই প্রতিবাদী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভবদহ জলাবদ্ধতা নিরসন সমন্বয় কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মধুসূদন মণ্ডল, সদস্য সচিব জাহিদুর রহমান মিলন, যুগ্ম সদস্য সচিব রাসেল পারভেজ।

আরো বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আহ্বায়ক রনজিত বাওয়ালী, প্রধান সমন্বয়কারী বৈকুন্ঠ বিহারী রায়, সদস্য সচিব চৈতন্য পালসহ ভবদহের ভুক্তভোগীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভবদহ এলাকার মানুষ জলাবদ্ধ অবস্থায় রয়েছে।