ভাগ হলে শিক্ষা মন্ত্রণালয়

সচিবালয় প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করা হয়েছে। এর একটি ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’, অপরটি ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগ করে আদেশ জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে ‘Secondary and Higher Education Division’ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নাম হবে ‘Technical and Madrasah Education Division’।

আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন।

এখন দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেওয়া হবে।

বর্তমানে মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।