ভাঙ্গা থানা ভাঙচুরঃ ৩’শ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার থানা ভাঙচুর ও পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ মার্চ) পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ দুপুরে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ভাঙ্গার স্থানীয় হেফাজত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত যুব মজলিশ, সমমনা বিভিন্ন দল, বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষকের প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানি ও নির্দেশে পরিকল্পিতভাবে ভাঙ্গা ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল করে এক পর্যায়ে থানায় হামলা ও ভাঙচুর চালায় তারা। এ ঘটনায় পুলিশের ৬ জন সদস্যা গুরুতর আহত হয়েছে।

সরকারি কাজে বাধাদান, থানা আক্রমণ, পুলিশের ওপর হামলা, থানায় ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলা করেছে। হামলার ঘটনায় অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।