ভারতীয় অস্ত্র ব্যবসায়ী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার ভারতীয় অস্ত্র ব্যবসায়ী খায়রুল ম-লের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এই রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা অস্ত্র মামলায় মঙ্গলবার দুপুরে খায়রুলকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পরিদর্শক বেনজির আহম্মেদ।

সোমবার রাতে খায়রুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫টি বুলেট এবং ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গাবতলী বাস টার্মিনালের সামনে থেকে খায়রুলকে গ্রেপ্তার করা হয়। সে ভারত থেকে চোরাই পথে অস্ত্র এনে বাংলাদেশে বিক্রি করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।